অটিজম কি?
অটিজম হচ্ছে শিশুদের মস্তিস্কের এক ধরনের বিকাশগত প্রতিবন্ধকৃতা, যার লক্ষণ শিশুর জন্মের ৩ বছরের ভিতর প্রকাশ পায় অটিজমে আক্রান্ত শিশুর ভেতর সামাজিক আচার আচরণ, যোগাযোগ ও ব্যবহারের প্রচন্ড সমস্যা লক্ষ্য করা যায় বির্তমান অটিজমকে বিশেষজ্ঞরা অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার বা এএসডি বলে আখ্যায়িত করেছেন। যার ফলে সামান্য সমস্যা থেকে শুরু করে অধিক সমস্যাগ্রস্থ শিশু এর আওতায় চলে এসেছে। আমেরিকার মনোরোগ চিকিৎসক লিউ ক্যানার ১৯৪৩। সালে সর্বপ্রথম অটিজম আবিস্কার করেন। অতি সম্প্রতি নিউজ উইক এর এক সংখ্যায় জানা যায় আমেরিকার প্রায় ১৬৬ জনে ১ জন, জাপানে প্রতি ৪৭৬ জনে ১ জন এবং পার্শ্ববর্তী দেশ ভারতে ৫০০ জনে ১ জন অটিজমে আক্রান্ত। বাংলাদেশে অটিজম আক্রান্ত শিশুদের সঠিক হার এখন পর্যন্ত বিজ্ঞান ভিত্তিকভাবে নির্ণয় করা হয় নাই। তবে এই হার যে দ্রুত বেড়ে চলেছে এতে কোন সন্দেহ নেই। বিভিন্ন গবেষণায় দেখা গেছে মেয়েদের তুলনায় ছেলেদের অটিজম আক্রান্ত হবার প্রবনতা বেশী রয়েছে যার অনুপাত ১:৪। অটিজমের মূল বৈশিষ্ট্য ১। মৌখিক ও অমৌখিক যোগাযোগের সীমাবদ্ধতা ২। কাঙ্খিত সামাজিক আচরণে সমস্যা ৩। খেলার ক্রিয়া কলাপে এবং কল্পনা যুক্ত খেলার সমস...